Follow us on FaceBook

Breaking News
recent

কম্পিউটার সাইন্সে অথবা ফ্রিলেন্সিং এ লার্নিং ইংলিশ [ টিউন 01 ]

কম্পিউটার সাইন্সে পড়াশোনা অথবা ফ্রিলেন্সিং করতে ইংলিশ জানতেই হবে। তাই আমাদের স্পিকিং ও রিটেন দক্ষতা বাড়াতে হবে।
ইন্টারনেট থেকে পড়াশোনা করতে টিউটোরিয়াল বুজতে ইংলিশের কোন বিকল্প নেই। ক্যারিয়ার করতে আমাদের চর্চা বাড়াতে হবে। প্রতিদিন কিছু কিছু করে পড়লে এক সময় এই বিষয়ে কোন প্রবলেম হবে না।
তাই KF Soft & Web Development Ltd.
ধারাবাহিক ইংলিশ লার্নিং প্রকাশ করবে। সাড়া পেলে টিউন অব্যাহত থাকবে। এবং পরবর্তীতে ওয়েব প্রোগ্রামিং ও সফটওয়্যার বিষয়ে বিশদ টিউটোরিয়াল প্রকাশ হবে।With English & Computer Science&Engineering.

কম্পিউটার সাইন্সে  অথবা ফ্রিলেন্সিং এ লার্নিং ইংলিশ  [ টিউন  01  ]
-আজকে দেখবো সিম্পল ইংলিশ মিস্টেক-
Across & Over
সমতল ভূমি বিষয়ক পারাপার- Across
উঁচু বিষয়ক পারাপার- Over
কিন্তু ব্রিজ টাইপের কিছু পারাপার বিষয়ে Across & Over দুনোটাই ইউজ করা যাই।

Above & Over:
গতি বিষয়ক-Over
ঢেকে রাখা বা মোড়াই রাখা বিষয়ক –Over
বাদবাকি বিষয়ে Above & Over দুনোটাই ইউজ করা যাবে।

আপনাদের সাড়া আমাকে লিখতে উৎসাহিত করবে।
আমাদের টিমে যোগ দিবেন কিছু বস পাবলিক।
তারা তাদের ক্রিয়েটিভ লেখা দিয়ে আপনাদের লার্নিং ও পেশাকে আর উন্নত করবে।
এফবিতে Like ও Group  এ জয়েন করে একটিভ থাকতে পারেন।
Unknown

Unknown

1 comment:

  1. বচ,অনেক মজা পেলাম ।লেখাটা খুব সুন্দর হয়েছে । তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম এখানে> http://muktomoncho.com/archives/1919

    ReplyDelete

Powered by Blogger.